বোলপুরে বিএসএফ জওয়ানের বাড়িতে চুরি, প্রায় ৭ ভরি সোনা সহ ২০ হাজার টাকা লুঠ
Burglary at BSF jawan's house in Bolpur, 20,000 rupees loot including about 7 loads of gold

The Truth Of Bengal: ফের বোলপুর শহরে চুরি ঘিরে চাঞ্চল্য। এবার বোলপুর থানার থানার অন্তর্গত মুলকের ঘোষ পাড়াতে এক বিএসএফ জাওয়ানের কর্মরত তার বাড়ি থেকে প্রায় ৭ ভরি সোনা সহ ২০হাজার টাকা নগদ চুরি করে নিয়ে গেল চোরের দল। ঘটনার তদন্তে বোলপুর থানার পুলিশ।
সূত্রের খবর, বোলপুর শহরে পরপর বেশ কিছু চুরি হবার পরেই এবার বোলপুরে মুলকের আদর্শ পল্লীর ঘোষপাড়াতে এক বিএসএফ জাওয়ানের কর্মরত সমীরন ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়, বুধবার গভীর রাতে চোরের দল বাড়ির পরপর দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি থেকে প্রায় ৭ ভরি সোনা ও নগদ ২০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। বুধবার রাত্রে তিনি বাড়িতে ছিলেন না আর সেই সুযোগ নিয়ে চোরের দল চুরি করে চম্পট দেয়। ফোনে খবর পান পার্শ্ববর্তী বাড়ি থেকে যে তাদের বাড়িতে চুরি হয়েছে।
এরপর বাড়ির গৃহিনী আজ সকাল ৯ টার সময় এসে এই কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে পড়েন। তারপরই বোলপুর থানার পুলিশ কে খরব দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।
FREE ACCESS