রাজ্যের খবর

বিধায়কের উদ্যোগে বর্ধমানে জমজমাট গণ-বিবাহ!

Burdwan crowded mass weddings at the initiative of the MLA

Truth Of Bengal: বিবাহযোগ্য হলেও অনেকেরই বিয়ের আয়োজন করার সামর্থ্য নেই। আর্থিকভাবে সম্পন্ন না হওয়ায় সেইসব মানুষদের ঘর বাঁধার স্বপ্নপূরণ যাতে থমকে না থেকে সেজন্য উদ্যোগী হন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি নিজেই চার হাত এক করে দিতে এগিয়ে আসেন। বর্ধমানের কাঞ্চননগরে আয়োজন করা হয় ১২৫জন দম্পতির গণবিবাহ।

হিন্দু-মুসলিম-বৌদ্ধ সব সম্প্রদায়ের মানুষেরই বিয়ের ব্যবস্থা করেন বিধায়ক। সেইমতো মহাসমারোহে আয়োজন করা হয় বিয়ের। উদ্যোক্তাদের তরফ থেকে নবদম্পতিকে দেওয়া হয় খাট-বিছানা, সোনার আংটি,হাতের ঘড়ি থেকে নববধূর সাজগোজের সামগ্রী। জাতি-ধর্ম-বর্ণের উর্ধ্বে উঠে এই সামাজিক বন্ধন দৃঢ় করার গণউদ্যোগ কার্যতঃ বর্ধমান শহরে আলাদা সাড়া ফেলে। জেলাও জেলার বাইরের দুঃস্থ পরিবারগুলো ধর্মীয় রীতি মেনে সম্পর্কের গাঁটছড়া বাঁধেন। এক অনন্য অনুভূতির ছোঁয়া দেখা যায় ঐতিহ্যবাহী জনপদে। ১১বছর ধরেই এই সমাজের মহতী কাজ করে চলেছেন বিধায়ক খোকন দাস।

বিধায়কের সমাজকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও মন্ত্রী স্বপন দেবনাথ। সমাজের সর্বস্তরের মানুষদের ঘর বাঁধার স্বপ্ন কার্যকর করতে তৃণমূল কংগ্রেসের বিধায়কের এই ভাবনার তারিফ করেন তাঁরা। তাঁরা আর্শীবাদ জানান নবদম্পতিকে।

Related Articles