রাজ্যের খবর
Trending

সফটওয়্যার সৃষ্টি করে আন্তর্জাতিক পুরষ্কার বর্ধমানের অয়ন ঘোষের…

Burdwan Ayan Ghosh International Award for Software Creation

The Truth Of Bengal: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে কৃষি বিষয়ক সফটওয়্যার তৈরি করলেন বর্ধমানের যুবক।সফটওয়্যার সৃষ্টি করে আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত হয়েছেন কাঁটাপুকুরের অয়ন ঘোষ। তিনি বর্তমানে বহুজাতিক সংস্থায় কর্মরত। যেভাবে ১৮০টি দেশের প্রতিনিধিদের মাঝে বঙ্গসন্তানের উদ্ভাবনী চিন্তাধারা  বিশ্বজুড়ে প্রশংসিতও হচ্ছে।

কৃষিতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব নিয়ে তিনি কাজ করছেন।বহুজাতিক সংস্থায় কাজ করলেও নিজস্ব কিছু করার চেষ্টাও রয়েছে তাঁর।ছোট থেকেই সৃষ্টির জগতে সাড়া ফেলার চেষ্টা দেখা গেছে।এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে কৃষি বিষয়ক সফটওয়্যার করে তাক লাগালেন পূর্ব বর্ধমানের অয়ন ঘোষ।সফটওয়্যার ইঞ্জিনিয়রের আলাদা সৃষ্টি আর্ন্তজাতিক মহলেও সুনাম কুড়োচ্ছে। এআইয়ের মাধ্যমে কিভাবে কৃষির উন্নতি করা যাবে তাই নিয়ে গবেষণা করে সাড়া ফেলতে তৈরি তিনি।  বর্ধমান শহরে ১ নম্বর ওয়ার্ডের কাঁটাপুকুরের   বাসিন্দা অয়ন ঘোষ। ইউআইটি থেকে ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে স্নাতক হয়েছেন ।সম্প্রতি সারা বিশ্বের ১৮০টি দেশ থেকে প্রায় ২০ হাজার প্রতিযোগী অনলাইনে প্রতিযোগিতায় অংশ নেয়।   সেখানেই সমস্ত দেশের প্রতিযোগিদের সঙ্গে লড়াই করে প্রথম স্থান ছিনিয়ে এনেছেন বাংলার এই প্রতিযোগী।

অয়ন ঘোষ জানিয়েছেন, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল বিশ্ব উষ্ণায়ন, খাদ্য সংকটের মতো বিষয়গুলির স্থায়ী সমাধানের জন্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।  তিনি ভারতীয় আবহাওয়ায় চাষের সুবিধার্থে একটি সফটওয়্যার তৈরি করেছেন। এই সফটওয়্যারের মাধ্যমে কৃষকরা নিজেদের এলাকায় আবহওয়ার বিষয়ে অগ্রিম জানতে পারবেন। ফলে ফসল রক্ষার্থে অনেকাংশেই সাহায্য হবে তাঁদের। ঘরোয়া নানা কাজেও তাঁর সফটওয়্যার গৃহিনী থেকে ঘরোয়া মহিলা সবার সুরাহা করবে বলে আশা।

এছাড়াও কোন মাটিতে কী ধরনের ফসল হবে ও ফলনের ক্ষেত্রে কী কী করণীয় সেই বিষয়েও জানা সম্ভব হবে এই সফটওয়্যারের মাধ্যমে। শুধু তাই নয়, উৎপাদিত ফসল অনলাইনে বিক্রি করতে পারবেন কৃষকরা। বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য থেকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহারের মাধ্যমে এই সফটওয়্যার সঠিক তথ্য় প্রদানে সক্ষম। বিশ্বের ২০ হাজার প্রতিযোগীর মধ্যে অয়নের সফটওয়্যারকে সেরার সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে।

Free Access

Related Articles