রাজ্যের খবর
Trending

দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফের সাফল্য, কোটি টাকার সোনা সহ গ্রেফতার ১…

BSF success on South Bengal border, arrest 1 with crores of gold...

The Truth Of Bengal: দক্ষিণবঙ্গ সীমান্ত BSF পেল বড় সাফল্য।কোটি টাকার সোনা সহ গ্রেফতার ১।গ্রেফতার করল সীমান্ত BSF। উদ্ধার প্রায় সাড়ে ৩ কেজি সোনা,উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ২ কোটি টাকার বেশি।

আবারও দক্ষিণবঙ্গ সীমান্ত পেল বড় সাফল্য, ভারত-বাংলাদেশ সীমান্ত বিজয়পুরে ২.১৯ কোটি টাকার সোনা সহ পাচারকারীকে গ্রেপ্তার করেলো বিএসএফ। দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ জওয়ানরা ভারত -বাংলাদেশ সীমান্তে তাদের অবিরাম প্রচেষ্টায় সোনা চোরাকারবারীদের গ্রেফতার করে। এই প্রসঙ্গে,৩২ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি বিজয়পুরের সতর্ক বিএসএফ জওয়ানরা তথ্যের ভিত্তিতে একটি সুপরিকল্পিত অভিযান চালায়।

নদীয়া জেলার আন্তর্জাতিক সীমান্তে সোনা চোরাচালান বানচাল করে এবং ১৯ টি সোনার বিস্কুট সহ এক চোরাকারবারীকে গ্রেপ্তার করে । চোরাকারবারিরা সোনার বিস্কুট ও একটি সোনার ইট বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল। উদ্ধার করা সোনার ওজন ৩.৫৬ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

Free Access

Related Articles