সীমান্ত থেকে বস্তাবন্দী শয়ে শয়ে নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করল বিএসএফ
BSF Seized Illegal Medicine in Basirhat

The Truth of Bengal: সীমান্তে উদ্ধার বস্তাবন্দি শয়ে শয়ে নিষিদ্ধ কাফ সিরাপ। বাংলাদেশে ফেন্সিডিল পাচারের বানচাল করল বিএসএফ। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে সীমান্তের ওই এলাকায় টহল দিচ্ছিল বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা।
সেই সময় হাকিমপুর চেকপোস্টের পাশে তারা একটি বস্তা দেখতে পায়। সন্দেহ হওয়ায় তল্লাশি চালাতেই তার ভিতর থেকে উদ্ধার হয় প্রায় ৭০০ বোতল ফেন্সিডিল। যদিও পাচারকারী পলাতক। এই ৭০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ তথা ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। বিএসএফের প্রাথমিক অনুমান, বাংলাদেশের পাচারের উদ্দেশ্যেই এই ফেন্সিডিল গুলি জড়ো করে রেখেছিল পাচারকারীরা।
বিএসএফের জওয়ানদের টহল দিতে দেখে তারা সেই ফেন্সিডিল গুলি রেখে পালিয়ে যায়। ইতিমধ্যে পাচারকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে বিএসএফ আধিকারিকরা। উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপ গুলি তেঁতুলিয়া শুল্ক দফতর হাতে তুলে দেওয়া হয়েছে।
Free Access