নিজের সার্ভিস রিভলবার দিয়ে আত্মঘাতী বিএসএফ আধিকারিক, ধোঁয়া আত্মহত্যার কারণ নিয়ে
আচমকাই তাঁর ঘর থেকে গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাঁর ঘরে ঢুকে জেখেন তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।

The Truth of Bengal: নিজের সার্ভিস রিভলবারের দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন এক বিএসএফ আধিকারিক। মোট চার রাউন্ড গুলি নিজের বুকে চালিয়েছিলেন। নিহত আধিকারিকের নাম ওমপ্রকাশ মীনা। শনিবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে, দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত এলাকার চকগোপাল বিওপিতে।
বিএসএফ সূত্রে খবর, শনিবার সন্ধে নাগাদ নিজের ঘরেই ছিলেন ওমপ্রকাশ মীনা। আচমকাই তাঁর ঘর থেকে গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাঁর ঘরে ঢুকে জেখেন তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁকে দ্রুত বালুরঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তিনি নিজের বুকে চার রাউন্ড গুলি চালিয়েছিলেন। মৃত বিএসএফ আধিকারিকের বাড়ি রাজস্থানে। তিনি বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়ের সাব-ইন্সপেক্টর পদে নিযুক্ত ছিলেন।
এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে বালুরঘাট থানার পুলিশ ও বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিকরা। কী কারণে ওই বিএসএফ আধিকারিক আত্মঘাতী হয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। হাসপাতাল সূত্রের খবর, রবিবার মৃত ওই বিএসএফ জওয়ানের দেহের ময়নাতদন্ত হবে। তার পরেই তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তিনি কী কারণে আত্মহত্যা করেছেন।