রাজ্যের খবর

প্রেম করার অপরাধে আক্রান্ত প্রেমিক ও তার পরিবার! হাসপাতালে ভর্তি যুবক

Boyfriend and his family injured in love crime! Young man hospitalized

Truth Of Bengal: প্রেম করার অপরাধে প্রেমিক ও তার পরিবারের সদস্যদের ডেকে মারধোর। এদিকে পাল্টা হামলা চালায় প্রেমিক পক্ষও। আগ্নেয়াস্ত্র নিয়েও চলে দাপাদাপি। লাঠি সোটা দিয়ে মাটিতে ফেলে বেধরক মারধর করা হয় যুবককে। ঘটনাটি ঘটেছে মালদার হব্বিপুর ব্লকের বুলবুল চন্ডি এলাকায়। গুরুতর জখম হয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি প্রেমিক। শিহরন করার ছবি সিসিটিভি ফুটেজে।

Related Articles