রাজ্যের খবর

‘আমার জৈবিক প্রক্রিয়ায় জন্ম’ হয়েছে, মোদির মন্তব্যকে তীব্র সুরে বিঁধলেন মমতা

"Born in my biological process", Mamata lashed out at Modi's comments

The Truth of Bengal: লোকসভা নির্বাচনের মাঝে সাক্ষাত্কারে নিজের জন্মবৃত্তান্তের কথা বলতে গিয়ে আজবকাণ্ড সামনে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, “মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে ইশ্বর পাঠিয়েছে। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। ”নির্বাচনী প্রচারে গিয়ে  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মোদির এই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন। বৃহস্পতিবার বউবাজারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে  প্রচার সভায় বলেন, ”ওঁর এই মন্তব্যের অর্থ আমি বুঝলাম না। আমাদের সবার তো মা-বাবা আছে।

কিন্তু উনি কী বলতে চাইলেন, আমি অন্তত বুঝিনি।”এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন,তাঁর বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন।দেশের জন্য অনেক লড়াই করেছেন।আর তাঁর বাবা নিজের জমিজায়গা বন্ধু বান্ধবদের দান করে দিতেন।সেজন্য তাঁর মা বাবাকে বলেছিলেন সব সম্পত্তি যদি বন্ধুদের দিয়ে দেন,তাহলে ছেলে মেয়েদের কী হবে ? পুরোনো দিনের কথা তুলে ধরলেন  মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার সভায় তৃণমূল সুপ্রিমো পারিবারিক পরিমণ্ডলে কিভাবে লড়াই করতে হয়েছে,সেকথাও তুলে ধরেন। স্মৃতিমেদুর হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। কংগ্রেস আমলে যখন তিনি কেন্দ্রীয় যুবকল্যাণ মন্ত্রী ছিলেন, তখন এক সাংবাদিক তাঁর মাকে জিজ্ঞাসা করেছিলেন ছোট বয়সে মেয়ে মন্ত্রী হয়েছেন,আপনি কী চান ? তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মা বলেন,মমতা যেন মমতাতেই থাকে,আর কিছু চাই না।তাই তৃণমূল সুপ্রিমোর পরিবারের ত্যাগ,দেশপ্রেমও মানুষের প্রতি ভালোবাসা কতটা গভীর তা তিনি তুলে ধরেন।

এই পারিবারিক কৃচ্ছসাধন ও ত্যাগের কথা শুনেই বিজেপি তাঁর প্রতি ইর্ষাপরায়ণ হয়ে উঠেছে বলে উল্লেখ করেন।নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আর তিনি ৩বার কেন্দ্রীয় মন্ত্রীও ৭বার সাংসদ হওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন।তাই তিনি যে মোদির থেকে দেশটাকে ভালো জানেন বলেও দিল্লির নেতাদের স্পষ্ট করে দেন তৃণমূল সুপ্রিমো।তাঁর মতে, দুর্যোগ,দুর্ভোগে মানুষের কষ্ট দেখলে তিনি  এখনও ছুটে যান।বাবরি মসজিদ ধ্বংসের সময় বিজেপি বা সিপিএমের নেতারা রাস্তায় না বেরোলেও একমাত্র তিনি পথে বেরিয়েছিলেন।হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে গিয়ে তিনি যে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছিলেন,তা অন্যকোনও দলের নেতারা করেননি বলেও বিরোধীদের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট কথা,মানুষের কাজ করার জন্য তিনি যেকোনও ঝুঁকি নিতে বা চ্যালেঞ্জ ছুঁড়তে রাজি আছেন।স্ট্রিটফাইটার হিসেবে লড়াই চালিয়ে তিনি যে মানুষের বিরোধী বিজেপি সরকারকে উত্খাত করতে চান সেকথাও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles