রাজ্যের খবর

নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগরের বোমা বিস্ফোরণ! আহত ১

Nadia News

The Truth of Bengal: নদিয়ার কৃষ্ণনগরে বোমা বিস্ফোরণে আহত ১ রাজমিস্ত্রি। ঘটনাটি ঘটেছে শক্তিনগর এলাকায়। জানা যাচ্ছে বাড়ির লাগোয়া একটি দেওয়ালের পাশে রাখা ছিল দুটি তাজা বোমা। আর সেখানেই বোমা ফেটে আহত একজন রাজমিস্ত্রি। সূত্রের খবর ওই রাজমিস্ত্রি বাথরুম করার জন্য ওই দেওয়ালের পাশে জঙ্গলে গিয়েছিলেন। তখনই বোমা বিস্ফোরিত হয় এবং গুরুতর আহত হন ওই ওই ব্যক্তি। জনবহুল এলাকায় এরকম বিস্ফোরণে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা।

স্থানীয় বাসিন্দারা বলেন, সাতসকালেই শুনতে পান বিকট আওয়াজ। বাইরে বেরিয়ে দেখেন চারিদিক ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। তখনই একজন রাজমিস্ত্রিকে আহত অবস্থায় তিনি মাটিতে পড়ে থাকতে দেখেন, তৎক্ষণাত এলাকাবাসীর তৎপরতার সাথে আহত ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশকে বিষয়টি জানানো হলে, তাঁরা গিয়ে ঘটনাস্থল থেকে অপর বোমাটি উদ্ধার করে এবং নিষ্ক্রিয় করে। এলাকাবাসীরা আরো জানাচ্ছেন এর আগে এইরকম ঘটনা এই এলাকায় কখনই ঘটেনি। এলাকায় প্রচুর বাচ্চারা খেলাধুলা করে এই ঘটনার পর এলাকার মানুষ যথেষ্টই আতঙ্কিত  যদিও ওই বোমা গুলি কোথা থেকে এল, কে রাখল, তার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

Free Access

Related Articles