রাজ্যের খবর

ড্রেনের মধ্যে অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Body of unidentified man found in drain

Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : ড্রেনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে দাস নগর ভি রোড সুদুয়া পাড়া এলাকায়। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, দাস নগর ভি রোড সুদুয়া পাড়া এলাকায় একটি ড্রেনে মাঝবয়সী এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর ড্রেনের মধ্যে দেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে দৌড়ে আসেন দাস নগর থানার পুলিশ। এসেই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন।

জানা যায়, মৃত ওই ব্যক্তি এলাকার বাসিন্দা নন। তার নাম পরিচয় জানার জন্য চেষ্টা চালাচ্ছেন পুলিশ। শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা বলেন, “মৃত ওই ব্যক্তি স্থানীয় কেউ নয়। ড্রেনের মধ্যে তার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা । ড্রেনের মধ্যে জলের স্রোত নেই যে দেহ ভেসে আসবে। এখন সবটাই তদন্ত সাপেক্ষ”। তবে এই ঘটনাটি খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য তার তদন্ত শুরু করেছে দাস নগর থানার পুলিশ।

Related Articles