রাজ্যের খবর

ডায়মন্ড হারবার হুগলি নদী থেকে অবশেষে উদ্ধার হল রায়চকের নিখোঁজ মৎস্যজীবীর দেহ

Body of missing fisherman from Raichak finally recovered from Diamond Harbor Hooghly river

The Truth Of Bengal,জাহেদ মিস্ত্রী,দক্ষিণ চব্বিশ পরগনা: ডায়মন্ড হারবার রায়চকের নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার হল ডায়মন্ড হারবার হুগলি নদী থেকে। মৃত মৎস্যজীবী প্রভাকর ধাড়া। শনিবার রাতে মৎস্যজীবীর মৃতদেহ নদী থেকে উদ্ধার করে পুলিশ।

প্রসঙ্গত, গত শুক্রবার রায়চকের বাসিন্দা প্রভাকর ধাড়া একসঙ্গী কে নিয়ে রায়চকের হুগলি নদীতে মাছ ধরছিল। সেই সময় নুরপুরের দিক থেকে আসা একটি বার্জ নৌকাতে ধাক্কা মারলে প্রভাকর ধাড়া ও তার সঙ্গী নৌকা থেকে ঝাঁপ দেয় নদীতে। পরে প্রভাকর ধাড়ার সঙ্গী সুদীপ দলুইকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন প্রভাকর ধাড়া। পরে নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে হুগলি নদীতে তল্লাশি শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

অবশেষে শনিবার রাতে ডায়মন্ড হারবার হুগলি নদীতে মৎস্যজীবীর দেহ ভাসতে দেখা যায়। পরে তার দেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে দেহ ময়নাতদন্তেএ জন্য পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পরিবারে একমাত্র রোজগেরেছিলেন প্রভাকর ধাড়া। পরিবারের স্ত্রী ছোট কন্যা ও বৃদ্ধ বাবা মা রয়েছে। তার এমন মৃত্যুতে দিশেহারা পরিবার। অন্যদিকে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related Articles