বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে নিখোঁজ, রেল লাইনের ধার থেকে সিভিক ভলেন্টিয়ারের দেহ উদ্ধার
Body of civic volunteer recovered from railway line

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : নবদ্বীপ ধাম রেল স্টেশন এর কাছে রেল লাইনের থেকে উদ্ধার এক সিভিক ভলেন্টিয়ারের দেহ। ঘটানটি ঘটেছে নদিয়া জেলার অন্তর্গত সুকান্ত পল্লী এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, উদ্ধার হওয়া সিভিক ভলেন্টিয়ারের নাম হল কার্তিক দেবনাথ, বয়স ৩৩। বাড়ি পূর্ববর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত সুকান্ত পল্লী এলাকায়। পরিবার এবং প্রতিবেশী সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। সেই কারণে কিছুটা মানসিক অবসাদেও ভুগছিলেন তিনি। আজ বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়েছিলেন। তার বেশ কয়েক ঘন্টা পর বাড়ির কাছে খবর আসে এই দুর্ঘটনার। এরপর ওই সিভিকের দেহ উদ্ধার করে রেল পুলিশ। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ এবং নবদ্বীপ থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা এলাকায়।