
The Truth Of Bengal : মাল বাজারে আক্রান্ত বিএলআরও। রক্ত ঝরল মালবাজার বিএলআরও অফিসে। ভাই ভাইয়ের জমি বিবাদে আর সেখান থেকেই গোটা পরিস্থিতি সৃষ্টি। দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত পারিবারিক বিবাদ ছিল তাদের মধ্যে। তারা দুজনই পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত হয় বি এল আর ও অফিসে। প্রথমে বচসা ও তারপরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই ভাই। এরপরই দুই পরিবারের সদস্যরা তান্ডব চালায় বিএলআরও অফিসে, ভাঙচুর করে আসবাপত্র। এরপর এই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ এবং দুই পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।