রাজ্যের খবর

শিক্ষক দিবস উদযাপনে রক্তদান শিবিরের আয়োজন গোপীবল্লভপুরে

Blood donation camp organized in Gopivallabhpur to celebrate Teacher's Day

Truth Of Bengal: গোপীবল্লভপুর পশ্চিম সার্কেলে শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন। শিক্ষক দিবসের অনুষ্ঠান পালনকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর পশ্চিম সার্কেলের সরকারি শিক্ষক শিক্ষিকারা। শিক্ষকদের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের পাঁচকাহানীয়াতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

জনা গেছে রক্ত সংগ্রহ করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক। উপস্থিত ছিলেন ঝাড়গ্ৰাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা, তৃণমূল কংগ্রেসের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষিকা সহ আরো অনেকে। জানা গিয়েছে এদিন গোপীবল্লভপুর পশ্চিম সার্কেলের মোট ৪৬ জন শিক্ষক শিক্ষিকা শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে রক্তদান শিবিরে এসে রক্তদান করেন।

ওই অনুষ্ঠানে উপস্থিত ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা অনুষ্ঠানে উপস্থিত সকলকে এবং রক্তদান করেছেন যারা তাদের সবাই কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তিনি বলেন রক্তদান মহৎ দান, রক্তদান এর বিকল্প অন্য কিছুই হতে পারে না। তাই সবাইকে রক্তদানে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। এছাড়াও শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য তিনি শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Related Articles