রাজ্যের খবর

BLO Death: ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোকে মৃত্যু হল কর্তব্যরত বিএলও-র, উঠল ‘অতিরিক্ত চাপ’-এর অভিযোগ

এনুমারেশন ফর্ম বিতরণের সময় আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নমিতা হাঁসদা (৫০) নামে ওই অঙ্গনওয়াড়ি কর্মীর।

Truth of Bengal: নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হওয়া ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) কাজের অংশ হিসেবে বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটল এক বিএলও (বুথ লেভেল অফিসার)-র। এনুমারেশন ফর্ম বিতরণের সময় আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নমিতা হাঁসদা (৫০) নামে ওই অঙ্গনওয়াড়ি কর্মীর। পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত এলাকায় শনিবার দিনের বেলায় এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। ওই রাতেই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত নমিতাদেবী মন্তেশ্বর বিধানসভার অধীনে বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তিনি ছিলেন বোহার ২ গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙালপুকুর এলাকার বাসিন্দা। জানা যায়, শনিবার বেলা নাগাদ যখন তিনি ভোটার ফর্ম বিলির কাজে ব্যস্ত, তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষরক্ষা হয়নি।

স্ত্রীর মৃত্যুর জন্য নির্বাচন সংক্রান্ত কাজের ‘অতিরিক্ত চাপকেই’ সরাসরি দায়ী করেছেন মৃতার স্বামী মাধব হাঁসদা। পেশায় পেইন্টারের মাধববাবু শ্মশানঘাটে দাঁড়িয়ে ক্ষোভের সঙ্গে অভিযোগ করেন, “বিডিও অফিস থেকে প্রতিদিন অনেক বেশি ফর্ম বিলি করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছিল ওকে। এতটা চাপ ও নিতে পারেনি, আর তাতেই এই মর্মান্তিক ঘটনা ঘটল।” কর্মসূত্রে বাইরে থাকা নমিতাদেবীর ছেলে মানিকও মায়ের অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি বাড়ি ফেরেন এবং তিনিও মৃত্যুর জন্য কাজের অতিরিক্ত চাপকেই দায়ী করেছেন। পরিবার সূত্রে জানা যায়, এক ছেলে ও এক বিবাহিত মেয়ে নিয়ে নমিতাদেবী ও মাধববাবুর সংসার, যা আর্থিকভাবে তেমন স্বচ্ছল নয়।

এই মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে জেলাশাসক আয়েষা রানী বলেন, “আমরা ঘটনার খবর পেয়েছি। নিয়ম অনুযায়ী, সাধারণত যাঁরা অসুস্থ থাকেন, তাঁদের বিএলও ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়। এক্ষেত্রে প্রকৃত ঘটনা কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।” জেলা প্রশাসন মৃতার চিকিৎসার রিপোর্ট সংগ্রহ করে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে (CMOH) গোটা বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে বলেও তিনি জানান।

Related Articles