ভুয়ো ভিডিয়োয় রাজনৈতিক রং লাগিয়ে অপপ্রচার বিজেপির, তথ্য তুলে ধরল সরকার
BJP's false propaganda by putting political color on fake video, the government presented the information

The Truth of bengal: আড়িয়াদহ কাণ্ডের রেশ কাটতে না কাটতে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়। মানিকতলা সহ চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ঠিক আগে এই ভিডিয়ো ভাইরাল হয়। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ভিডিও প্রকাশ্যে আনেন। যেখানে দেখা যায় একজনকে জয়ন্ত সিং ও তার দলবল ব্যাপক মারধর করছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় একজন মহিলাকে ওইভাবে নৃশংস ভাবে মারা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত দাবি করেছিলেন ওই ভিডিওতে যাকে মারা হচ্ছে তিনি একজন পুরুষ, মহিলা বলে চালানো হয়েছে। ওই ঘটনায় জড়িতদের আগেই পুলিশ গ্রেফতার করেছে।
এবার এই ঘটনা নিয়ে সরকারের বক্তব্য সামনে আনলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মাকে পাশে নিয়ে ওই ঘটনার তথ্য তুলে ধরলেন সামনে। আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, * ইদানিং তালতলা ক্লাব বেলঘড়িয়া থানার যে ঘটনাটি নিয়ে চর্চা সংবাদ মাধ্যমে হচ্ছে সেক্ষেত্রে তিনটি বিষয়ে রয়েছে। ঘটনাটি মার্চ ২০২১ সালের। নিগৃহীত ব্যক্তি যার ছবি সম্প্রচারিত হচ্ছে তিনি পুরুষ। তার সম্পর্কে বলা হচ্ছে মহিলা, এটা মিস ইনফরমেশন।
অভিযুক্ত জয়ন্ত সিংকে বিভিন্ন অভিযোগে পুলিশ এর আগে পাঁচ বার গ্রেফতার করেছিল। ২০১৬ সাল থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থানায় নথিভুক্ত হয়। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন আরও জানান, উপ নির্বাচনের সময় যেভাবে লিঙ্গ চিহ্নিত করে প্রচার হচ্ছে তাতে রাজ্য সরকার উদ্বিগ্ন। যে ভিডিয়ো সামনে আসে তা রাজনৈতিক কোনো কারণে ঘটেনি। একটি ভূমি ডিস্পিউটকে রাজনৈতিক হিসাবে চিহ্নিত করছে।