রাজ্যের খবর

বনধ সফল করতে মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে টায়ার জ্বেলে হুঁশিয়ারি বিজেপির

BJP warns by burning tires at Medinipur Central Bus Stand to make bandh successful

Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধ সফল করতে সকালে মেদিনীপুর বাস স্ট্যান্ডের সামনে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে হুঁশিয়ারি বিজেপির। তারপরেই আতঙ্কিত হয়ে সরকারি বাসের চালক মালিকেরা বের হলেন না রাস্তায়। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন গড়ে ৭০০ বাস যাতায়াত করে। যার বেশিরভাগটাই বাসস্ট্যান্ডে আটকে রয়ে যায়। ফলে বেশি চাপ তৈরি হয় সরকারি বাসে।

বাস অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মৃগাঙ্ক মাইতি জানিয়েছেন, “জঙ্গলমহলের বেশ কিছু রুটে বাস অস্বাভাবিক রয়েছে। তবে বাকিদের ক্ষেত্রে বাস চলাচল করছে।” কিন্তু প্রকৃতপক্ষে দেখা গিয়েছে বেশিরভাগ জায়গাতে বেসরকারি বাস বন্ধ রয়েছে। বাস চালকেরা জানান, “বাস মালিকেরা বাস বের করতে বারণ করেছে। যে কোন রকম গন্ডগোলের আশঙ্কায় তারাই বাস বের করছে না। ”

বেশ কিছু বাস চালকেরা বলছেন- বাস নিয়ে বের হলেও যাত্রী পাওয়া যাচ্ছে না। কলে বাস বের করে ফেরত নিয়ে আসতে হয়েছে।” সকাল থেকে কোতোয়ালি থানার পুলিশ মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে পাহারায় রয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও মিছিল করে স্বাভাবিক রাখার আহ্বান জানানো হয়েছে। কিন্তু তাহলেও নিরাপত্তাজনিত কারণে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বেশিরভাগ বেসরকারি বাস বের হলো না রাস্তায়।

Related Articles