আরজিকরের নির্যাতিতার বিচার চেয়ে ১০ ডিসেম্বর রাজভবনে ধর্না বিজেপি বিধায়কদের
BJP MLAs to stage sit-in at Raj Bhavan on December 10, demanding justice for AJK victim

Truth Of Bengal: আরজিকরের নির্যাতিতা চিকিত্সকের বিচার চেয়ে এবার রাজভবনে ধর্না দিতে চায় বিজেপি। ১০ ডিসেম্বর রাজভবনে ন্যায়বিচার চেয়ে এই আন্দোলন শুরু হবে। মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সামনে একথা জানান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন সোদপুরের পরিবার তাঁর সঙ্গে দেখা করতে বিধানসভায় আসেন। তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা।সেসময় শুভেন্দু বলেন, ৯ তারিখের পর রাজ্যের শাসকদল অপরাজিতা বিল আইনে পরিণত করার জন্য রাষ্ট্রপতির কাছে যাচ্ছে। ওঁরা ৯ তারিখের পরের বিচার চেয়ে। আর আমরা ৯ তারিখের বিচার চেয়ে রাজ্যপাল সিভিআনন্দ বোসের কাছে অবস্থানে বসবো। ৯ অগাস্টের নির্যাতনের বিচার চেয়ে রাজভবনে এই অবস্থানে সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিজেপি বিধায়করা সামিল হবেন।
তাঁর আরও মন্তব্য, ৫ দিন পুলিশের হাতে এই তদন্ত থাকায় যা করার করেছে। তাই আরজিকরের সুপার আর টালা থানার ওসি এখন জেলে রয়েছেন। যা কিছু দরকার নির্যাতিতার পরিবারকে সাহায্য করা হবে বলেও আশ্বস্ত করেছেন শুভেন্দু অধিকারী। তাই আরজি কর কাণ্ডকে সামনে রেখে বিরোধী শিবির যে নতুন উদ্যমে আন্দোলনে ঝাঁপাতে চায় তা এই কথায় পরিস্কার।
এখন রাজভবনে ধর্না কর্মসূচি থেকে বিজেপি নেতৃত্ব বড়সড় কোনও আন্দোলন ঘোষণা করেন কিনা তাও দেখার। এই রাজ্যে চিকিত্সকদের আন্দোলনে বামেরা মদত দেওয়ায় বিজেপি ব্যাকফুটে চলে যায়। এখন বিজেপি ফ্রন্টফুটে আসতে চাওয়ায় বিরোধী শিবিরের ইস্যু ভিক্তিক আন্দোলন আলাদা ঝাঁজ বাড়াচ্ছে। নির্যাতিতার পরিবারকে সবরকম সাহায্য করার পর বিরোধী দল কোন পথে এগিয়ে যায় তাও দেখার।