রাজনীতিরাজ্যের খবর

সিপিএমকে পেটানোর নিদান বিজেপি বিধায়কের, বিজেপির সংস্কৃতি নিয়ে কটাক্ষ সিপিএম নেতৃত্বের…

BJP MLA's condemnation of CPM's beating, CPM leadership's sarcasm on BJP's culture.

The Truth Of Bengal: সিপিএমকে পেটানোর নিদান দিলেন বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়কের অমরনাথ শাখার বিতর্কিত মন্তব্য। প্রকাশ্যে আপত্তিকর মন্তব্য করলেন অমরনাথ শাখা।

সাংসদের উপস্থিতিতে সিপিএমকে পেটানোর নিদান বিজেপি বিধায়কের। ফের উস্কানিমূলক বক্তব্য করে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই অমরনাথ প্রকাশ্যে সিপিএমকে পেটানোর নিদান দিলেন।এগুলোই বিজেপির সংস্কৃতি বলে কটাক্ষ সিপিএম নেতৃত্বের।

শুক্রবার সন্ধ্যায় ওন্দার রতনপুরে দলীয় কর্মসূচীতে হাজির হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব। মঞ্চে বিজেপি সাংসদ লকেটের সামনে মাইক হাতে নিয়ে উচ্চস্বরে বিজেপি বিধায়কের হুংকার। অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন তিনি, পাশাপাশি তৃণমূলের টাকায় সিপিএম চলছে, তাই আগে সিপিএমকে পেটাতে হবে বলেও মন্তব্য তাঁর। এইভাবেই প্রকাশ্য জনসভায় সিপিএমকে পেটানোর নিদান দেন বিজেপি বিধায়ক। এর আগেও একাধিক বার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। বিজেপি বিধায়কের এই বক্তব্যে সিপিএম এর কটাক্ষ এটায় বিজেপির সংস্কৃতি।

Free Access

Related Articles