স্কুল পরিদর্শকের অফিসে ঢুকে ‘দাদাগিরি’ বিজেপি বিধায়কের
BJP MLA enters school inspector's office and 'tries'

Truth Of Bengal: স্কুল পরিদর্শকের অফিসে ঢুকে দাদাগিরির অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। অভিযোগ,ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় একাধিক বিষয়ে চিত্কার-চেঁচামেচি করেন। অফিসের মধ্যেই রুদ্র মূর্তি ধরেন তিনি। কর্মীদের দাবি,অফিসের মধ্যে বিশৃঙ্খলা স়ৃষ্টি করে কর্মসংস্কৃতিতে ব্যাঘাত ঘটিয়েছেন।

একাধারে তিনি মাস্টারমশাই,অন্যদিকে বিধায়ক। সমাজের গণ্যমান্য ব্যক্তি, তাঁর কাছে নম্র ব্যবহারই কাম্য। কিন্তু মাস্টারমশাই কাম বিধায়ক, সেই বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় স্কুল পরিদর্শকের অফিসে এসে যা করলেন তাতে প্রশ্ন উঠছে। অফিসের কর্মীরা বলছেন, বিধায়কের এই বেপরোয়া আচরণ অফিসের পরিবেশ নষ্ট করেছে। ঠিক কি ঘটেছিল? বাঁকুড়ার স্কুল ডাঙার জেলা স্কুল পরিদর্শকের অফিসে আসেন ছাতনার বিজেপি বিধায়ক।

একাধিক বিষয় নিয়ে চিত্কার শুরু করে দেন তিনি। স্কুল পরিদর্শককে অসভ্য এবং অপদার্থ বলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। অফিসের মধ্যেই তাঁর এই রুদ্র মেজাজ দেখে ছুটে আসেন অন্যান্য কর্মীরা। প্রতিবাদও করেন। বচসা-বিতণ্ডায় তুলকালাম বাঁধে সেকেন্ডারি স্কুল পরিদর্শকের অফিসে।

কর্মীদের দাবি, অফিসের মধ্যে একটা কর্মব্যস্ত পরিবেশকে নষ্ট করেন বিধায়ক। বিধায়কের এমন দাদাগিরিতে আতঙ্কিত কর্মীরা। তাঁদের দাবি, একজন জনপ্রতিনিধির এমন আচরন কাম্য নয়। তবে বিধায়ক দাদাগিরি অভিযোগ মানতে নারাজ। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও চলছে চাপানউতোর।