গীতাপাঠের অনুষ্ঠানের জন্য বিজেপি তুলছে টাকা, ফের বিস্ফোরক অনুপম হাজরা…
BJP is raising money for Geetapath program, again explosive Anupam Hazra

The Truth Of Bengal; সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা।গীতাপাঠের অনুষ্ঠানের জন্য বিজেপি টাকা তুলছে বলে অভিযোগ খোদ অনুপমের।বীরভূমের নলহাটি থেকে অনুষ্ঠানের কার্ডের জন্য এক হাজার টাকা নিচ্ছে বিজেপি। টাকা নিচ্ছে অনিল সিং নামে এক বিজেপি কর্মী। অভিযোগের তির বিজেপির সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধেও।
দুর্নীতির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অনুপমের। চোর মুক্ত বিজেপি চাই লিখে পোস্ট অনুপম হাজরার।পাশাপাশি বিজেপির সংগঠনকে নিয়েও প্রশ্ন তুলেছেন অনুপম।
সোশ্যাল মিডিয়ায় আবারো বিস্ফোরক পোস্ট করে বিজেপির অন্তর্দন্দকে প্রকাশ্যে নিয়ে এলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। সেখানে দেখা যাচ্ছে অনিল সিং নামে এক ব্যক্তি আগামীকাল কলকাতায় লক্ষ্য কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে বীরভূমের নলহাটির এলাকা থেকে এই অনুষ্ঠানের কার্ডের জন্য এক হাজার টাকা করে নেওয়া হচ্ছে।
আর সেই অভিযোগ করা হয়েছে সরাসরি বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে। সেই বিষয়টিকে উল্লেখ করেই দুর্নীতির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুপম।
সেখানে তিনি আবারও চোর মুক্ত বিজেপি চাই লিখে পোস্ট করেছেন। পাশাপাশি বিজেপির সংগঠনকে নিয়েও প্রশ্ন তুলেছেন।
Free Access