রাজ্যের খবর

লোকালয়ে বাইসনের তাণ্ডব

Bison rampage in the area

The Truth Of Bengal : জলপাইগুড়ি :  জঙ্গল থেকে বেরিয়ে ফের লোকালয়ে ঢুকে পড়লো বাইসন। জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে একটি বাইসন ঝাড়আলতা ১ ও ঝাড়আলতা ২ গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়। এদিকে লোকালয়ে বাইসন ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বর্তমানে বাইসনটি জঙ্গলে ফিরে গেছে বলে জানা গেছে। তবে এদিন বাইসন লোকালয়ে ঢুকে পড়লেও কারো কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

উল্লেখ্য এর আগে একাধিকবার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল বাইসন। এমনকি বাইসনের গুঁতোয় বেশ কয়েকজন আহত হয়েছিলেন।

Related Articles