
The Truth of Bengal: দুই পরিবারের মধ্যে ঝগড়ায় ছুরিকাঘাতে রক্তাক্ত ও মারাত্মক জখম হয় এক পরিবারের তিনজন। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মুরারই থানার রাজগ্রাম পঞ্চায়েতের বড়ুয়া গোপালপুর গ্রামের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বচসা চলাকালীন ফুরকান সেখের কাছ থেকে ছুরি নিয়ে মালেক, এমদাদুল ও সিরাজুল শেখ এই তিন যুবক মিলে প্রতিবেশী মহিমা বিবি আরজিনা বিবি এবং জামাই দুলাল সেখকে এলোপাথারি ছুরি চালায়।
তার ফলে মহিমা বিবির হাত কেটে রক্তাক্ত হয়। আরজিনা বিবির পেটে ছুরি চালানোর ফলে সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। জামাই দুলাল শেখের পেটেও ছুরি দিয়ে কোপানো হয়। মারাত্মক জখম এবং রক্তাক্ত তিনজনকে প্রথমে মুরারই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে স্থানান্তর করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আরজিনা বিবি ও দুলাল সেখের অবস্থা খুবই আশংকাজনক ছিল।
গতকাল সন্ধ্যায় দুলাল শেখের মৃত্যু হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজে ও হাসপাতালে। দুলাল শেখের স্ত্রী আরজিনা বিবি আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে এখনো ভর্তি আছেন। পুলিশ সূত্রের খবর, জখম পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়েছে কিনা, জানা যায়নি।
Free Access