বড় সাফল্য পুলিশের, বিপুল পরিমাণ নগদ টাকা সহ উদ্ধার হেরোইন
Big success for police, heroin recovered along with huge amount of cash

The Truth Of Bengal : বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনাঃ দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশের বড় সাফল্য। আগামী ১লা জুনে লোকসভা নির্বাচন সেই লোকসভা ভোটের আগে জেলা জুড়ে চলছে চলছে চিরুনি তল্লাশি তেমনি ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুকুমার রুইদাস গোপন সূত্রে খবর পায় একটি বাড়িতে হেরোইন বিক্রি চলছে। তড়িঘড়ি ফোর্স নিয়ে অভিযান চালায় হাতেনাতে পাকড়াও হয় অভিযুক্ত।
পুলিশ জানায়, “নাম মাহমুদা নস্কর বয়স ৪৫ এর ও নুর মোহাম্মদ লস্কর তাদের দুজনের বাড়ি জীবনতলা থানা এলাকায়। ১৮০ গ্রামের হেরোইন সমেত ১৩,০৫০ টাকা। একটি ইলেকট্রিক ওয়েট মাপার মেশিন যার দ্বারা প্যাকেজিং করে বিক্রি করত। মামুদা লস্কর ও নূর মোহাম্মদ লস্কর দুজনেই। এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ির আধিকারিক সুকুমার রুইদাস তিনি বলেন মামুদা লস্করের বাড়িতে হেরোইন নিয়ে নূর মোহাম্মদ নস্কর দুজনেই ব্যবসা শুরু করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে আমি আমার টিম নিয়ে তাদেরকে হাতেনাতে পাকড়াও করি।”
তাদের থেকে উদ্ধার হয় হেরোইন সমেত টাকা। তাদেরকে আলিপুর আদালতে তোলা হবে। মহামান্য আদালতের কাছে তিনদিনের পুলিশ কাস্টাডির আবেদন জানানো হবে। এই পুলিশ হেফাজতে নিয়ে তারা কোথায় কোথায় হেরোইন বিক্রি করত বা কোথা থেকে হেরোইন গুলো আসত বা কতদিন ধরে ব্যবসা করছে সমস্ত কিছু তদন্ত শুরু করা হবে।