রাজ্যের খবর
পুলিশের বড় সাফল্য! উদ্ধার ব্রাউন সুগার, এসআই-সহ গ্রেফতার ৪
Big success for police! Brown sugar recovered, 4 arrested including SI

Truth Of Bengal: ব্রাউন সুগার সহ গ্রেফতার পুলিশ অফিসার। গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করা হয় চারজনকে। ঘটনাটি ঘটে, মালদা জেলার ইংরেজবাজার থানার হাফিজটোলা গ্রামে।
সূত্রের মারফত জানা যায়, ধৃতদের মধ্যে রয়েছে, মহঃ সফিকুল শেখ। যিনি মানিকচক থানার এএসআই বালুটোলা ক্যাম্পের দায়িত্বে ছিলেন। অপরজন হলেন, এনভিএফ কর্মীর নাম, সফিকুল ইসলাম। এছাড়াও, অপর দুই মাদক পাচারের সঙ্গে যুক্ত।
ইতিমধ্যে ধৃত চারজনকে সোমবার মালদা জেলা আদালতে তোলা হয়। এছাড়াও ইংরেজবাজার থানার পুলিশ ধৃত চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে আদালতের কাছে আবেদন করেছে। পুলিশ এই ঘটনার জন্য আরও জানিয়েছে ধৃত ওই ব্যক্তিদের কাছ থেকে মোট ৪০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।