বড় খবর! তৃণমূল সুপ্রিমো’কে “মিথ্যের মহারাণী” বলায়, পাল্টা মিঠুনকে “বড় মিথ্যাবাদী” বলে সম্বোধন তৃণমূলের!

The Truth Of Bengal, পশ্চিম বর্ধমান আসানসোল, উজ্জল দাশগুপ্তঃ রবিবার আসানসোলে বিজেপি প্রার্থী সুরেন্দ্রর সিং আলুওয়ালিয়ার প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী! সেখানে এসেই তিনি তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্য সরকার তথা তার সুপ্রিমো মমতা ব্যানার্জিকে। উল্লেখ্য কিছুদিন আগেই নির্বাচনী প্রচারে মমতা ব্যানার্জি মিঠুন চক্রবর্তীকে বাংলার গদ্দার বলে অভিষিক্ত করেছিলেন।
তারই প্রতিউত্তর দিতে গিয়ে এদিন আসানসোলে উপস্থিত হয়ে এক বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে তিনি বলেন, “আমি যদি বিশ্বাসঘাতক হই, তাহলে উনি বিশ্বাসঘাতিনি। আমি তৃণমূলের সাথে যুক্ত হতে চাইনি। আমি ছাত্র অবস্থা থেকে রাজনীতি করি। তিনি একধিকবার তৃণমূলে যোগ দিতে বল্লেও আমি প্রথমে নাকচ করেছিলাম। আজ যা তিনি নির্বাচনী প্রচার মঞ্চে দাঁড়িয়ে বলছেন, তা সব মিথ্যে। যদি প্রমানের দরকার হয়, কোনোদিন আলাদা সাংবাদিক বৈঠকে তা খোলসা হবে। ভোটের পর এই রাজ্য সরকারের দশলাখ চাকরির ঝুনঝুনি থাকবে না।”
তিনি এদিন আরো বলেন যে,”দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ আলুয়ালিয়া। বিজেপি শুধু শুধুই কাউকে প্রার্থী করেনা। প্রার্থী হিসাবে সুরিন্দর সিং আলুওয়ালিয়া অন্তত সৎ ও সজ্জন প্রার্থী। অন্যদিকে শত্রুঘ্ন সিনহাও অনেক প্রবীন রাজনীতি বিদ। তিনি নিজেও আগে বিজেপিতে ছিলেন। তবে তিনি প্রার্থী হিসাবে এখন ভুল রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছেন। আমি কাওকে ব্যক্তিগত আক্রমণ করিনা ও পছন্দ করিনা।”
তবে মিঠুনের এহেন মন্তব্যে বিস্ফোরক জয়প্রকাশ মজুমদার। এদিনের মিঠুনের দেওয়া সাক্ষাৎকারের পাল্টা জবাবে তিনিও বলেন, “আজ যে মিঠুন মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যের রানি বলছেন, এককালীন সেই মুখ্যমন্ত্রীর পা ধরেই মা সম্বোধন করেছিলেন। সেগুলো আজ ভুলে গিয়েছেন? যদি সেরকমই হয় তবে তো উনি হলেন সবচেয়ে বড় মিথ্যাবাদী!”