রাজ্যের খবর
Trending

Big Breaking: দিনে দুপুরে হাওড়া স্টেশন চত্বরে খুন, গ্রেফতার ১

Big Breaking: Murdered at Noon in Howrah Station Area, 1 Arrested

The Truth Of Bengal: ব্যস্ত সময়ে ভিড় স্টেশনে আচমকাই মহিলার আর্তনাদ। হাওড়া স্টেশন চত্বরে এক মহিলাকে ছুরি মেরে খুন।দিনে দুপুরে হাওড়া স্টেশন চত্বর এলাকায় এক মহিলাকে ছুরি মেরে খুন । ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ।

সূত্রের খবর ,  আহত মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেইখানে তার  মৃত্যু হয় । অভিযুক্ত বালেশ্বর যাদব কে গোলাবাড়ি থানার পুলিশ আটক করে।আহত মহিলা রিভু বিশ্বাসকে ভর্তি করা হয় হাওড়া হাসপাতালে। নিহত মহিলার নাম রিহু বিশ্বাস ।

পুলিশ সূত্রের খবর পিন্টু বিশ্বাস তার পরিবার কে নিয়ে মুম্বাইতে বসবাস করতেন এবং একই হোটেলে কাজ করতেন বালেশ্বর যাদব।সেখান থেকেই পরিচয় বালেশ্বর যাদবের সঙ্গে তার স্ত্রীর। প্রেমঘটিত ঘটনায় খুনের চেষ্টা কিনা তদন্ত শুরু করছে গোলাবাড়ি থানার পুলিশ।  ধৃত বালেশ্বর দাবি করেন , তাকে বিয়ে করার জন্য কলকাতায় ডেকে পাঠিয়েছেন ওই মহিলা ।  পাশাপাশি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্তের থেকে তাকাও নেন ওই মহিলা । খুনের ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি ধৃতের ।

 

Related Articles