রাজ্যের খবর

Big Breaking : সন্দেশখালিতে CBI ক্যাম্প, জমি দখলের অভিযোগ নেবে CBI

Big Breaking: CBI camp in Sandeshkhali, CBI will complain about land grabbing

The Truth Of Bengal :  জমি দখলের অভিযোগ জানতে আর আসতে হবে সিবিআই দফতর না নিজাম প্যালেসে। সন্দেশখালিতে খোলা হল সিবিআই-এর বিশেষ ক্যাম্প। যেখানে জমি দখলের অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালিবাসী।

তহবিল তছরূপ প্রতিরোধ আইন বা পিএমএলএ-তে এর আগে শেখ শাহজাহানের ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। এবার ১৪ কোটি টাকা বাজেয়াপ্ত করল তদন্তকারী সংস্থা। এর মধ্যে টাকা এবং সম্পত্তিও রয়েছে। এরই মধ্যে আবার শাহজাহান ও তার বাহিনীর জমি দখল সংক্রান্ত অভিযোগ শুনতে সন্দেশখালিতে অস্থায়ী ক্যাম্প করেছে সিবিআই।

কলকাতার সিবিআই দফতর থেকে কয়েকজন আধিকারিক ইতিমধ্যে সন্দেশখালিতে পৌঁছে গিয়েছেন । অনলাইন পোর্টালের পাশাপাশি যাতে গ্রামের মানুষ সহজে ও সরাসরি অভিযোগ জানাতে পারেন, সেই কারণ অস্থায়ী শিবিরের ব্যবস্থা করা হয়েছে সিবিআই-এর তরফে। গ্রামবাসীদের অভিযোগ নিতে দুটি ইমেল আইডি খোলা হয়েছিল। সিবিআই সূত্রে খবর এখনও পর্যন্ত মোট ৯০০ টি অভিযোগ জমা পড়েছে। গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট সন্দেশখালির নারী নির্যাতন এবং জমি সংক্রান্ত মামলার তদন্তের ভার দেয় সিবিআইয়ের হাতে। হাইকোর্টের নির্দেশের পরই তদন্তের স্বার্থে বারবার সন্দেশখালিতে হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। আদালতের নির্দেশ মতো অভিযোগ জানাতে অনলাইন পোর্টালও খোলা হয়। এবার সন্দেশখালিতেই ঘাঁটি গেড়ে জমি দুর্নীতির তদন্ত করতে চাইছে সিবিআই।

 

 

Related Articles