Big Breaking : শুভেন্দুর জেলায় কান কাটা গেল বিজেপি কর্মীর, কাঠগড়ায় তৃণমূল
Big Breaking: BJP worker's ear cut off in Shuvendur district, Trinamool in Kathgarh

The Truth Of Bengal : ভগবানপুরে আক্রান্ত দুই বিজেপি কর্মী। উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। শুভেন্দু অধিকারীর জেলায় আক্রান্ত বিজেপি। কান কেটে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর সুব্রত বাগের কান কেটে নেওয়ার অভিযোগ। গতকাল রাতে বাড়ি ফেরার পথে হামলা হয়েছে বলে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃনমূলের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বিজেপিতে যোগদানের জেরেই এই ঘটনা বলে দাবি সুব্রত বাগের।পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।ভোট ঘোষণা হওয়ার পর থেকেই এই এলাকায় হিংসা বাড়ছে।২৫মে কাঁথি লোকসভায় ভোট।সেই ভোটের আগে একাধিকবার বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে।তারপর বুধবার বিজেপির দুই কর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।যদিও বিজেপির অভিযোগ,তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।কিন্তু তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ অস্বীকার করেছে।তাই এই হামলা ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবংশু ভট্টাচার্য জোরদার প্রচার শুরু করেন।কিছুদিন পরে হলেও প্রচারে নামেন প্রাক্তন বিচারপতি ও বিজেপির প্রার্থী অভিজিত গঙ্গোপাধ্যায়।প্রশাসন সূত্রে খবর, এই ধরণের ঘটনা এড়াতে বাড়ানো হচ্ছে টহলদারি।যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কাঁথি লোকসভা কেন্দ্রের সর্বত্র কড়া নজরদারি রাখতে চান বলে প্রশাসনের কর্তারা জানিয়েছেন।