লক্ষ লক্ষ টাকার মাদক ধরল বিধাননগর পুলিশ, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল?
Bidhannagar police seized drugs worth millions of rupees, where were they being taken?

The Truth Of Bengal : বিশ্বজিৎ সরকার, শিলিগুড়ি : লোকসভা নির্বাচনের আগে ফের একবার সাফল্য পেল পুলিশ। বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ভীমবারে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি লরি আটক করে পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ মদ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম শচিন কুমার(২২) সাহাদার আলি(৩২)।
শচিন বিহারের মজফরপুর ও সাহাদার আসামের কোকরাঝাড়ে বাসিন্দা। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, লড়ি থেকে ১০ লক্ষ টাকার মদ উদ্ধার হয়েছে। এবং উদ্ধার হাওয়া মদ আসাম থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে আদালতে সাতদিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বিধাননগর থানার পুলিশ।