রাজ্যের খবর

আলিপুরদুয়ারে হাতির আতঙ্কে নষ্ট সুপারি বাগান, ক্ষতিপূরণের আশ্বাস বনদপ্তরের

Betel nut orchard destroyed due to elephant scare in Alipurduar, Forest Department assures compensation

Truth Of Bengal: আলিপুরদুয়ার, অমল মুণ্ডা : আলিপুরদুয়ার জেলার পূর্ব সাতলি অঞ্চলে হাতির তাণ্ডবে নাজেহাল স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে হানা দিচ্ছে বন্য হাতির দল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার সুপারি চাষীরা। চাষী ভুবেন কাজীর অভিযোগ, একের পর এক সুপারি গাছ ভেঙে দিচ্ছে হাতির দল। ধান, পাট, ভুট্টা চাষ ছেড়ে তিনি সুপারি চাষ শুরু করেছিলেন হাতির আতঙ্ক এড়াতে, কিন্তু তাতেও রেহাই মিলছে না।

বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনে তাঁর বাগানের ১৬টি সুপারি গাছ নষ্ট হয়েছে। তিনি বলেন, “প্রতিদিন হাতি এসে আমার বাগান তছনছ করছে, বুঝতে পারছি না কী করব।”

বন দফতরের বক্তব্য, হাতিরা মূলত কলাগাছ খেতে ভালোবাসে এবং সেই খোঁজেই লোকালয়ে ঢুকছে। তবে বর্তমানে তারা সুপারি গাছের কচি পাতাও খেতে শুরু করেছে, কারণ এই পাতাগুলি বেশ মিষ্টি ও নরম হয়। যাঁদের গাছ ভেঙেছে, তাঁরা যদি ক্ষতিপূরণের জন্য আবেদন করেন, তবে সরকারি নিয়ম অনুযায়ী তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে বনদফতর।

এই পরিস্থিতিতে এলাকার বাসিন্দারা দ্রুত কার্যকরী পদক্ষেপ ও হাতি প্রতিরোধে সুরক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছেন বন দপ্তরের উচ্চ আধিকারিকদের কাছে।

 

 

Related Articles