তাপবিদ্যুৎ উত্পাদনে দেশের শীর্ষে বাংলা
bengal tops the country in thermal power generation

Truth Of Bengal: আবারও দেশের সেরা বাংলা। তাপবিদ্যুত উত্পাদনে কেন্দ্রীয় শিরোপা পেল পুরুলিয়ার সাঁওতালডিহিও বীরভূমের বক্রেশ্বর। উত্পাদন ক্ষমতার নিরিখে সাগরদিঘি ও ব্যান্ডেল দেশের মধ্যে চর্তুর্থও নবম স্থানে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাফল্যের কথা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়।
কার্যকারিতায় দেশের সেরা তাপবিদ্যুৎ কেন্দ্র সাঁওতালডিহি। ঘোষণা করল ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের অধীনে থাকা কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ। তাপবিদ্যুৎ উৎপাদনে জাতীয় স্তরে সমীক্ষা অনুযায়ী, বাংলার দুটি কেন্দ্রের নাম উঠেছে সেরার সেরা তালিকায়।বিদ্যুত উত্পাদনে বাংলা বরাবরই আলাদা সাফল্য পেয়েছে।দেশের আর পাঁচটা রাজ্যের থেকে পশ্চিমবঙ্গ বিদ্যুতের জোগান বাড়াতে ধারাবাহিক কাজ করছে।যারফলে বিগত বছরগুলোর মতো এবারও বাংলা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আদায় করে নিল।
সোশাল মিডিয়ায় পোস্ট করে সেই সুখবর জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন.আমরা আবার দেশের মধ্যে সেরা। কেন্দ্রীয় বিদ্যুত্ মন্ত্রক দেশের ২০১ টি তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ও কর্মদক্ষতার নিরিখে একটি তালিকা তৈরি করেছে। তাতে কর্মক্ষমতার দিক থেকে ২০২৪-২৫ সালের সিইএ-র বিচারে প্রথম হয়েছে সাঁওতালডিহি। এখানে প্ল্যান্ট লোড ফ্যাক্টর ৯৪.৩৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বক্রেশ্বরের পিএলএফ ৯৩.৩ শতাংশ। ৯০.৮৬ শতাংশ উৎপাদন ক্ষমতা নিয়ে দেশের মধ্যে চতুর্থ স্থানে সাগরদিঘি এবং নবম স্থানে রয়েছে ব্যান্ডের তাপবিদ্যুৎ কেন্দ্র।