বাংলার বাড়ির টাকা প্রদানে সুপার চেকিং রাজ্য সরকারের
Bengal state government to super-check for home payments

Truth Of Bengal: আবাস প্রকল্পে কেন্দ্রের টাকা দেওয়ার কথা থাকলেও কেন্দ্র তা দিতে নারাজ। তাই কেন্দ্রীয় গড়িমসির মাঝে রাজ্য সরকার বাংলার মানুষের মাথার ছাদ তৈরির কাজে এগিয়ে এসেছে। দুর্যোগ-দুর্ভোগে বিধ্বস্ত মানুষের আশ্রয়ের ঠিকানা গড়ে দিতে বাংলার সরকার বাংলার বাড়ি প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে। যাতে কোনও মানুষ নিরাশ্রয় না হয়ে পড়ে, আকাশের নীচে না কাটাতে হয়, সেজন্য সবার পাকা আশ্রয় গড়ে দেওয়ার মিশন জোরদার হয়েছে।
বঞ্চনার প্রেক্ষাপটে বাংলার মানুষকে সুরক্ষিত রাখার সমন্বিত প্রয়াস রাজ্যবাসীর কাছে বড় পাওনা।এরমধ্যে রাজ্য সরকার ১২ লক্ষ মানুষকে বাড়ি তৈরি জন্য অর্ধেক টাকা দিয়েছে। ডিসেম্বর মাসে সেই টাকা দিয়েছে প্রশাসন ।প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, লিন্টেল বা জানালা পর্যন্ত কাজ এগোলেই ১২ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। প্রথম পর্যায়ে উপভোক্তাদের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করেছেন ১০ লক্ষ ৮৫ হাজার ২৩ জন। লিন্টেল পর্যন্ত কাজ এগিয়ে গিয়েছে ৩ লক্ষ ২২ হাজার ৮৭৫ জনের।বাকিদের শুরু হয়নি বাড়ি তৈরির কাজ। সরঞ্জাম কিনেও বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেননি, এমন উপভোক্তার সংখ্যা প্রায় ৫০ হাজার ৮৭৯।
যাঁরা এরমধ্যে টাকা পেয়েছে,তাঁদের এপ্রিলের মধ্যে কাজ শেষ হয়েছে। এপ্রিলের মধ্যে যাতে প্রত্যেক বাড়ির লিন্টেল পর্যন্ত কাজ শেষ হয়, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জেলা প্রশাসনকে।পরবর্তী পর্যায়ে যে ৮ লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পাবেন, তাঁদের জন্য সুপার চেকিংয়ের কাজ শুরু করতে চায় প্রশাসন। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ের কাজ সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের কর্তাদের।