আন্তর্জাতিকরাজ্যের খবর
‘বেঙ্গল মিনস বিজনেস’, হাই কমিশনের অনুষ্ঠান থেকে বিনিয়োগের বার্তা মুখ্যমন্ত্রীর
'Bengal Means Business', CM's investment message from High Commission event

Truth Of Bengal: লন্ডনে ভারতীয় হাই কমিশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর আমন্ত্রণে মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছান। মুখ্যমন্ত্রী সেখানে বাংলার কথা তুলে ধরেন। বাংলার শিল্প সংস্কৃতি সম্প্রীতির কথা উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। মমতার বক্তব্যে উঠে আসে কলকাতার সঙ্গে লন্ডনের সুসম্পর্কের কথা।

মুখ্যমন্ত্রী বলেন, কলকাতার সঙ্গে লন্ডনের যোগ রয়েছে, ভারত ও ব্রিটেনের সুসম্পর্ক রয়েছে। দু’দেশের সংস্কৃতিতে অনেক মিল আছে। লন্ডনের সঙ্গেও কলকাতার যোগ। বিজিবিএসে পার্টনার কান্ট্রি ব্রিটেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিস্টার নিবেদিতার বাড়ি সংস্কার করেছে রাজ্য সরকার।
ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানে বাংলার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৭৪০ একর জমির উপর গড়ে উঠেছে ইকোপার্ক।

কলকাতায় গড়ে উঠেছে মোমের মিউজিয়াম। শিল্প ক্ষেত্রে বাংলার বিকাশের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বিলেতের মাটিতে তিনি বলেন, ক্ষুদ্র শিল্পে পশ্চিমবঙ্গ অন্যতম। ক্ষুদ্র শিল্পে দেশের মধ্যে এক নম্বরে পশ্চিমবঙ্গ। তথ্যপ্রযুক্তিতে ডেস্টিনেশন এখন বাংলা। কলকাতায় এআই-এর হাব হচ্ছে। বাংলা এখন এডুকেশন হাব। নিউ টাউন, সল্টলেক পশ্চিমবঙ্গে শিল্প উন্নয়নের ক্ষেত্রে নয়া দিশা হয়ে উঠেছে। বাংলায় আমরা সবাই পরিবার। শিক্ষা ও সংস্কৃতির হাব হিসেবে এখন বাংলা শীর্ষে।
