রাজ্যের খবর

বিজেপির আলো আঁধারের রাজনীতি,ভোটের আগে চমক নিয়ে সরব তৃণমূল

Before the polls, BJP surprised the street lamp

The Truth of Bengal: ফলাও করে উদ্বোধন করা হয় ৬২টি পথবাতি। বিজেপি সাংসদও বিধায়কের হাতে উদ্বোধন হওয়া সেই বাতি জ্বলছে না। ঘুটঘুটে অন্ধকারে দিন কাটছে মালদার মানুষের। আলো জ্বালানোর নামে রাজনীতির ছিনিমিনি খেলার তীব্র সমালোচনা করছেন তৃণমূল কংগ্রেস নেতবৃন্দ।

মার্চ মাসের ১৩ তারিখ বিজেপির উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ জাতীয় সড়ক কর্তৃপক্ষের উপস্থিতিতে পুরাতন মালদহের ভাবুক অঞ্চলের আট মাইল এলাকায়  পথ বাতি উদ্বোধন করেন। আশ্চর্যের বিষয় উদ্বোধনের দিনেই শুধু আলো জ্বলেছে, এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ঘুটঘুটে অন্ধকারে ঢাকা রয়েছে এলাকা। দীর্ঘ ২ কিলোমিটার পথে মেলে না কোনও আলো। ফলে সমস্যায় এলাকাবাসী থেকে শুরু করে পথ চলতি মানুষ। জনবহুল ব্যস্ততম এলাকায় যেকোনো সময় দুর্ঘটনা, চুরি, ছিনতাইয়ের মতো নানান ঘটনা ঘটে থাকে।

ভোটের আগে পথবাতির চমক দেয় বিজেপি

১মাস অন্ধকার থাকলেও খগেন মুর্মু নজর দেননি

অভিযোগ, উত্তর মালদার দলমত পথচারীরা

চুরি-ছিনতাই বাড়ায় নিরাপত্তা নিয়ে আশঙ্কা

বিজেপির রাজনীতির ম্যাজিককে কটাক্ষ তৃণমূলের

সাধারণ মানুষ এই আলো নিয়ে রাজনীতির লুকোচুরি খেলায় অতিষ্ঠ।

বিজেপি সাংসদ আবার ভোট নিতে আসছেন। তাঁর চমকের রাজনীতি বদলানোর জন্য দাবি তুলছেন তৃণমূল নেতৃবৃন্দ।রাজনীতি নিরপেক্ষ মানুষও উন্নয়নের আলো জ্বালানোর জন্য সব দলের কাছেই দাবি রাখছে।

Related Articles