রণক্ষেত্র হাওড়ার শালিমার, দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি
Battleground Shalimar, Howrah, the situation of Dhundhuma in the clash of two groups

The Truth of Bengal: দুই গোষ্ঠীর সংঘর্ষে রবিবার ছুটির দিনে চরম উত্তেজনা ছড়াল হাওড়ার শালিমারে। একপক্ষ অন্যপক্ষকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি চালায়। রবিবার ছুটির দিনের সকালে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে অল্প সময়ের মধ্যে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই দুপক্ষের মধ্যে আক্রমণ প্রতিআক্রমণ চলতে থাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সিন্ডিকেটের বিবাদের জেরে এই ঘটনা।
পুলিশের কঠোর পদক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়। ইট ছোড়ার কারণে দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই ওই দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। এদিন তা বড় আকার ধারণ করে।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। শালিমার এলাকায় এ ধরনের কার্যকলাপ বন্ধ করতে এর আগেও পুলিশ একাধিক উদ্যোগ নিয়েছে। কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও রবিবার ফের অশান্ত হয়ে ওঠে। এলাকার বাসিন্দারা পুলিশকে কঠোর পদক্ষেপে নেওয়ার দাবি জানিয়েছেন।