রাজ্যের খবর

পূর্বস্থলী ২ নম্বর ব্লকে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান

Bathing ceremony of Jagannath Dev was held at Purvasthali No. 2 block

The Truth Of Bengal : পূর্ব বর্ধমান : মনিরুল ইসলাম : আজ শনিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা, প্রত্যেক বছরের মতন এই বছরও পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের, কালেখাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পারুলিয়া স্কুল রোডের জগন্নাথ মন্দিরে প্রত্যেক বছরের মতো এই বছরও স্নান যাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল থেকেই প্রচুর ভক্তরা

জেলা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে এসে ভিড় করেন মন্দির চত্বর, প্রচুর ভক্ত জগন্নাথ,বলরাম, সুভদ্রাকে সকাল থেকে জল ঢালেন। জগন্নাথ মন্দিরের এক সেবাইত বিষ্ণু গোস্বামী বলেন সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছে। ভক্তরা জল ঢালছে এখনো পর্যন্ত চলে, তিনি আরো বলেন আর ১৫ দিন পর রথযাত্রা সেই জন্য আজ থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হলো এছাড়াও পূর্ব বর্ধমান জেলার কাটোয়া কালনা

পূর্বস্থলী জায়গার মানুষ জন এখানে আসছে তবে সব মিলিয়ে জগন্নাথ দেবের স্নান যাত্রা চলছে, জোর কদমে তবে প্রত্যেক বছরই বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যায় সাধারণ মানুষের ভিড় তবে এক সময় করোনা মহামারী মানুষের মনোবল টেনে নিয়েছিল কিন্তু এখন স্বাভাবিক হয়ে যাওয়াতে আবার ছন্দে ফিরে এসেছে মানুষের মন।

Related Articles