রাজ্যের খবর
জাল সার্টিফিকেট তৈরিতে বারাসাত পুলিশের হাতে গ্রেফতার আরও ১
Barasat police arrest 1 more for making fake certificates

Truth Of Bengal: জাল সার্টিফিকেট তৈরি করার জন্য আরও একজনকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সমীর দাস ও তার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করে একজনের নাম জানতে পারে বারাসাত থানার পুলিশ।
যেই ব্যাক্তির নাম দিবাকর বিশ্বাস। তিনি অশোকনগরের বাসিন্দা। গতকাল তাকে রহড়া থানায় এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আরও জানা যায়, জন্মের জাল সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে যে চক্রটি কাজ করত তার মাথা যদি সমীর দাস হয় তবে এই দিবাকর বিশ্বাসও একজন অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করত। শুক্রবার এই দিবাকর বিশ্বাসকে বারাসাত আদালতে তোলা হবে।