বাঁকুড়ার আম মন জয় করছে দেশের, দিল্লির আম-মেলায় যাচ্ছে ৭ টন আম
Bankura mangoes are winning hearts of the country, 7 tons of mangoes are going to the Delhi mango fair

The Truth of Bengal: গত এক দশকেরও বেশি সময় ধরে এ রাজ্যের আম-মানচিত্রে পরিচিত নাম বাঁকুড়া। বাঁকুড়ার লাল মাটিতে উৎপাদিত আম্রপালি ও মল্লিকার স্বাদ গন্ধ শুধু বাঁকুড়া জেলার মানুষ নয়, সারা রাজ্যে সুনাম ছড়িয়েছে। এখানেই শেষ নয়। দেশ এমনকী মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশের মাটিতেও বেশ সুনাম কুড়িয়েছে বাঁকুড়ার আম। গত কয়েকবছর ধরে দিল্লির আম মেলায় মালদা ও মুর্শিদাবাদকে টপকে একের পর এক মেডেল ছিনিয়ে নিয়েছে বাঁকুড়ার আম্রপালি ও মল্লিকা।
কিন্তু এবার আবহাওয়া অনুকূল না থাকায় জেলা জুড়ে আমের ফলন কমেছে অনেকটাই। স্বাভাবিক ভাবেই জেলার মানুষের চাহিদা মিটিয়ে অন্যত্র আম পাঠানো যাবে কিনা, তা নিয়ে সংশয় ছিল উদ্যান পালন দফতরের। তবে শেষ পর্যন্ত এবারও রাজ্যের বাইরেই পাড়ি দিল বাঁকুড়ার আম্রপালি ও মল্লিকা। আগামী ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দিল্লির জনপথে আয়োজিত আম মেলায় অংশ নিচ্ছে বাঁকুড়ার আম্রপালি ও মল্লিকা। উদ্যান পালন দফতর প্রাথমিক ভাবে ৭ টন আম পাঠাচ্ছে দিল্লির আম মেলায়।
গত কয়েক বছরের মতো এবারও বাঁকুড়ার আম দিল্লিবাসীর মন জয় করবে বলে আসা করছেন সবাই। আশাবাদী জেলা উদ্যান পালন দফতর। একবারে সব আম যাবে না দিল্লিতে। কয়েকটি ধাপে বাঁকুড়া থেকে সাত টন আম পাঠানো হবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আম্রপালি, মল্লিকা ও হিমসাগরের পাশাপশি আরও বিখ্যাত কিছু আম পাঠানো হচ্ছে দিল্লির আম মেলায়। ভাল দাম মিলবে বলে আশায় বুক বাঁধছেন জেলার শতাধিক আম চাষি।