হাঁসখালিতে অভিযান, গ্রেফতার বাংলাদেশি মহিলা
Bangladeshi woman arrested in Hanskhali raid

Truth of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে বেড়ে চলা অবৈধ অনুপ্রবেশ রোধে এবার সক্রিয় হল নদিয়া জেলা পুলিশ। বৃহস্পতিবার রাতে হাঁসখালী থানার অন্তর্গত রামনগর গ্রাম পঞ্চায়েতের নিমতলা বাজার মোড়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশের বিশেষ টিম। ধৃত মহিলার নাম ফরিদা খাতুন (৩৫), যিনি বাংলাদেশের যশোর জেলার জিগুরগাছি থানার নাভারণ এলাকার বাসিন্দা।
সূত্রের খবর, ফরিদা খাতুন প্রায় ৮ মাস আগে উত্তর ২৪ পরগনার আইবিবিআর সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। প্রবেশের পর তিনি চলে যান মহারাষ্ট্রের মুম্বাইয়ে, যেখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন। কিন্তু সম্প্রতি ভারতীয় দালালদের সহায়তায় তিনি আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেন। সেই উদ্দেশ্যেই ফের হাঁসখালির সীমান্তবর্তী অঞ্চলে আসেন এবং তখনই পুলিশের হাতে ধরা পড়েন।
হাঁসখালী থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইন ও বিদেশি নাগরিক আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাঁকে রানাঘাটের বিচার বিভাগীয় আদালতে তোলা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ফরিদা খাতুন শুধুমাত্র একা নন, তার সঙ্গে আরও কেউ ভারতে প্রবেশ করেছে কি না বা একটি চক্রের মাধ্যমে তিনি প্রবেশ করেছেন কি না— এই বিষয়গুলি নিয়ে তদন্ত জারি রয়েছে। পুলিশ ইতিমধ্যে দালাল চক্র ও অন্যান্য অবৈধ অনুপ্রবেশকারীদের খোঁজে বিশেষ অভিযান শুরু করেছে।
এ ধরনের ঘটনাগুলি সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, অনুপ্রবেশে সহায়তাকারী দালাল চক্রগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, এবং ভবিষ্যতেও এই ধরনের বিশেষ অভিযান চলবে।