রাজ্যের খবর
পাকিস্তানের টাকা সহ বাংলাদেশী আটক, ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ
Bangladeshi arrested with Pakistani money, ordered to 7-day police custody

The Truth Of Bengal : পাকিস্তানের টাকা সহ এক বাংলাদেশী যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। বসিরহাট হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকার ঘটনা। ধৃতকে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। ধৃতের নাম এমডি আমিনুর ইসলাম। বাংলাদেশী যুবকের কাছ থেকে পাকিস্তানের টাকা মেলায়, ধন্ধে পড়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। ধৃতের কাছ থেকে পাকিস্তানের এগারো শো টাকা পাওয়া গিয়েছে। এছাড়া বাংলাদেশী টাকা পাওয়া গিয়েছে। ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। ধৃত এমডি আমিনুর ইসলাম বাংলাদেশের সাতক্ষীরার উপজেলার ফরিদপুরে বাসিন্দা।
FREE ACCESS