সুন্দরবন উন্নয়নমন্ত্রী এবং ডি এফ ও-র উপস্থিতিতে নামখানায় অনুষ্ঠিত হল বনমহোৎসব ২০২৪
Banamhotsav 2024 was held at Namkhana in the presence of Sundarbans Development Minister and DFO

The Truth Of Bengal,জাহেদ মিস্ত্রী,দক্ষিণ চব্বিশ পরগনা: দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বনবিভাগ এর উদ্যোগে নামখানা নারায়ণ বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হলো বড় উৎসব ২০২৪। উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বন আধিকারিক মিলন মন্ডল, সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, তৃণমূল সাংসদ বাপি হালদার, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য আধিকারিকগণ।
নামখানা নারায়ন বিদ্যামন্দিরের ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে প্রথমে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলায় জেলা বন আধিকারিক মিলন মন্ডল, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য আধিকারিকর গন।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।বৃক্ষরোপণ করেন জেলা বন আধিকারিক মিলন মন্ডল, সাংসদ বাপি হালদার, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য আধিকারিকগন।বৃক্ষ রোপনের মধ্য দিয়ে সুন্দরবনের বন সৃজনকে রক্ষার বার্তা দেন জেলা বন আধিকারিক মিলন মন্ডল।