রাজ্যের খবর

Balurghat SIR form awareness: বালুরঘাট কলেজে এসআইআর ফরম নিয়ে সচেতনতা কর্মশালা, উদ্যোগ মহকুমা প্রশাসনের

বুধবার দুপুরে কলেজের ক্ষুদিরাম ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হল বিশেষ কর্মসূচি— ‘ওয়ার্কশপ অন এসআইআর’।

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: এসআইআর ফরম ফিলাপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক কাটাতে অভিনব পদক্ষেপ বালুরঘাট মহকুমা প্রশাসন ও বালুরঘাট কলেজ কর্তৃপক্ষের। বুধবার দুপুরে কলেজের ক্ষুদিরাম ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মসূচি— ‘ওয়ার্কশপ অন এসআইআর’।কলেজের প্রায় চার শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন এই সচেতনতা কর্মসূচিতে। তাদের জানানো হয়— ২০০২ সালের তালিকায় নাম থাকুক বা না থাকুক, কীভাবে সহজেই অনলাইনে ফরম পূরণ করা যায়।

উপস্থিত ছাত্রছাত্রীদের হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হয়, যাতে তাঁরা নিজেদের পরিবার ও প্রতিবেশিদেরও এই প্রক্রিয়ায় সহায়তা করতে পারেন।নির্বাচন কমিশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাট সদর মহকুমাশাসক সুব্রত বর্মন এবং কলেজের অধ্যক্ষ ডঃ পঙ্কজ কুন্ডু। উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরাও।মহকুমাশাসক সুব্রত বর্মন বলেন, “এসআইআর নিয়ে সাধারণ মানুষের অনেক প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের উত্তর দিতে এবং আতঙ্ক দূর করতেই এই উদ্যোগ। আমরা মূলত জোর দিচ্ছি অনলাইন সাবমিশনের উপর, কারণ এই পদ্ধতিতে ফরম ফিলাপ অনেক দ্রুত ও সহজে সম্পন্ন হয়।”

এক ছাত্রী সুনন্দা সাহা বলেন, “এসআইআর ফরম ফিলাপের পদ্ধতি নিয়ে আমাদের মনে নানা প্রশ্ন ছিল। আজকের প্রশিক্ষণ শিবিরে সেসব প্রশ্নের স্পষ্ট উত্তর পেলাম।”প্রশাসনের আশা, কলেজপড়ুয়া এই তরুণ প্রজন্মই আগামী দিনে সাধারণ মানুষের মধ্যে এসআইআর সংক্রান্ত সচেতনতার বার্তা পৌঁছে দেবে।

Related Articles