জলপাইগুড়িতে পেট্রোল পাম্পে রোলারের তালা ভেঙে দুঃসাহসিক চুরি
Audacious theft by breaking the roller lock at the petrol pump in Jalpaiguri

Truth Of Bengal : জলপাইগুড়ি : পেট্রোল পাম্পে রাখা রোলারের তালা ভেঙ্গে চুরির ঘটনা। পাশাপাশি একটি মেশিনও চুরি হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবারি এলাকায়।
জানা যায়, মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোড়া এলাকার বাসিন্দা আমজাদ খানের তত্ত্বাবধানে ওই রোলার ও মেশিন থাকা সত্ত্বেও চুরি হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে মেটেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। আমজাদ খান জানান, ঠিকাদারের কাছে রাস্তার কাজের বকেয়া টাকা না পেয়ে সকলকে জানিয়েই ওই রোলার ও মেশিন তিনি নিজের কাছে রেখেছেন। বাতাবারি ফার্ম বাজার সংলগ্ন পেট্রোল পাম্পে দীর্ঘদিন ধরেই রাখা ছিল ওই রোলার ও মেশিন।
অভিযোগ শুক্রবার গভীর রাতে কেউ বা কারা এসে রোলারের তালা ভেঙে রোলার ও মেসিন নিয়ে চলে যায়। ঘটনার খবর জানতে পেয়ে আজ সকালে তিনি পেট্রোল পাম্পে আসেন। বিস্তারিতভাবে তিনি বিষয়টি মেটেলি থানায় লিখিতভাবে জানিয়েছেন। ঘটনার তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন তিনি।