চানাচুরের বস্তায় মদ পাচারের চেষ্টা! ঘোষপুকুরে হানা পুলিশের
Attempt to smuggle alcohol in the bag of Chanachur! Police attack in Ghoshpukur

The Truth Of Bengal : দূরপাল্লার বাসে চানাচুরের বস্তায় মদ পাচারের চেষ্টা! শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর থেকে লক্ষাধিক টাকার মদ উদ্ধার করল পুলিশ।
ফের একবার সাফল্য পেল পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে একটি দূরপাল্লার বাস আটক করে এবং বাসের ছাদে চানাচুরের বস্তার ভেতরে তল্লাশি চালিয় উদ্ধার হয় প্রচুর মদ। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে খবর বাসের ছাদে চানাচুরের বস্তার আড়ালে মদ পাচারের ছকের খবর পেয়ে ঘোষপুকুরে অভিযান চালায়। এরপর বাসটি আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় লক্ষাধিক টাকার মদ। গোটা ঘটনায় বাসের চালক ও সহচালককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। এবং বিহার পাচারের উদ্দেশ্যে এই মদ নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে।