রাজ্যের খবর

পান্ডুয়ায় গভীর রাতে এটিএম লুটের চেষ্টা! গ্যাস কাটার-সহ আটক গাড়ি

Attempt to rob ATM in Pandua late at night! Car with gas cutter seized

Truth Of Bengal: রাকেশ চক্রবর্তী, হুগলি: হুগলির পান্ডুয়ায় গভীর রাতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। জেলার কুলটি মোড় এলাকার জিটি রোড সংলগ্ন হাটতলা অঞ্চলে অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম কিয়স্কে ডাকাতির চেষ্টা চালাল দুষ্কৃতীরা।

ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত প্রায় ২টা নাগাদ মুখ ঢাকা, টুপি পরা এক দুষ্কৃতি চুপিচুপি এটিএম বুথে প্রবেশ করে। সে প্রথমেই প্লাসের সাহায্যে ভিতরের সিসি ক্যামেরাটি অকেজো করে দেয়।

এটিএমটি যে ঘরে অবস্থিত, সেই ঘরের মালিক শুভজিৎ পাল জানান, রাত প্রায় আড়াইটে নাগাদ ব্যাংকের এজেন্সির তরফ থেকে ফোন করে জানানো হয় যে এটিএমে ডাকাতির চেষ্টা চলছে। ভিডিও ফুটেজও পাঠানো হয়। তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান এবং দেখেন, ইতিমধ্যেই পুলিশ সেখানে পৌঁছে গেছে। চোরেরা এটিএম ভাঙার চেষ্টা করলেও শেষ পর্যন্ত টাকা নিতে পারেনি। এলার্ম এবং সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়।

হুগলি গ্রামীণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, পান্ডুয়া থানার মোবাইল টহল গাড়ি সন্দেহভাজন একটি সাদা সুইফট গাড়িকে ধাওয়া করে বৈঁচীর কাছে আটক করে। সেই গাড়ি থেকে একটি গ্যাস কাটার উদ্ধার করা হয়েছে। যদিও দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তবে তাদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ব্যবসায়ী এবং সাধারণ মানুষজন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। পুলিশের প্রাথমিক অনুমান, একটি সুসংগঠিত চক্র এই ঘটনায় যুক্ত এবং তারা পেশাদার।

ঘটনার তদন্তে নেমেছে পান্ডুয়া থানার পুলিশ। ইতিমধ্যেই এলাকায় নজরদারি ও টহল আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা।

 

Related Articles