রাজ্যের খবর

কাজের টাকা চাওয়ায় মহিলাকে খুনের চেষ্টা, চাঞ্চল্য এলাকায়

Attempt to kill a woman for asking money for work, Chanchalya area

The Truth Of Bengal : দেবাশীষ গুছাইত, হাওড়া : কাজের টাকা চাওয়ায়। এক মহিলা হোটেল কর্মীকে মদের বোতল ভেঙে মেরে খুনের চেষ্টা। অভিযোগ উঠল হাওড়া অন্যতম পর্যটন কেন্দ্র গাদিয়ারার এক হোটেলের মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে।

জানা গিয়েছে গাদিয়াড়ার বিভিন্ন হোটেলে মাসিক মাইনা হিসেবে কাজ করে বেশ কিছু তরুণী। গত ন মাস ধরে ওই তরুণী কোন টাকা পাইনি। বুধবার রাতে ওই তরুণী হোটেলের মালিক অনুপ সরকারের কাছে টাকা চাইতে গেলে তাকে টাকা দিতে অস্বীকার করে অনুপ সরকার এই নিয়ে বচসা বাধে। পরে হোটেলের সিসিটিভি বন্ধ করে ওই তরুণীকে বেধড়ক মারধোর করে অনুপ সরকার ও তার স্ত্রী। মদের বোতল ভেঙে তাকে মারা হয় বলে অভিযোগ ওঠে ওই তরুণীর হাতেপিতে মাথায় গুরুতর চোট লাগে। এরপর ওই তরুণী হোটেল থেকে বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে শ্যামপুর থানায় এলে প্রথমে শ্যামপুর থানা বিরুদ্ধে অভিযোগ না নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আরো অভিযোগ অনুপ সরকার উত্তর প্রদেশ , বিহার, উড়িষ্যা , থেকে পরিচারিকার কাজ করানোর প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসে হোটেলে দেহ ব্যবসা কাজে তাদের জোর করা হয়।

পাশাপাশি গাদিয়ারা পর্যটন কেন্দ্রে হোটেলের মধ্যে দেহব্যবসার বাজার চলছে। বারবার এই দেহ ব্যবসার সঙ্গে যুক্ত হোটেল আবারো খুলে যাচ্ছে রমরমিয়ে। তারি ফলস্বরূপ ওই মহিলা কাজ করতে না চাবা এবং তার পাওনা যে গন্ডার মিটিয়ে দেওয়ার জন্য সেই টাকা চাইলে তাকে মারধর করা হয় বলে এমনটি জানা গেছে। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে শ্যামপুর থানার পুলিশ এবং মহিলাটিকে মেডিকেল করানোর পরেই তাকে হোমে পাঠানো ব্যবস্থা করছে এবং হোটেলের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

 

Related Articles