রাজ্যের খবর

অষ্টমীর পুণ্য তিথিতে অঘটন! নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ ১

Ashtami incident happened on the virtue of Tithi! 1 disappeared while bathing in the river

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ :  ভাগীরথী নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক ব্যক্তি। যদিও এখনও পর্যন্ত তার দেহের খোঁজ মেলেনি। জলে নেবে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর থানার গভরচর নদী তীরবর্তী এলাকায়।

জানা যায়, জলে তলিয়ে যাওয়া ব্যক্তির নাম চন্ডী বিশ্বাস, বয়স আনুমানিক ৬০ বছর। বাড়ি নদীর তীরবর্তী এলাকাতেই। এদিন একাই স্নান করতে নেমেছিলেন নদীতে, এরপর বেশ খানিকটা সময় কেটে গেলেও সে আর নদী থেকে উঠে আসেনি, তখনই সন্দেহ হয় স্নান করতে আসা অন্যান্য মানুষের। শুরু হয় খোঁজাখুঁজি কিন্তু প্রাথমিকভাবে খোঁজা শুরু করলেও তার দেহের সন্ধান মেলেনি। খবর পেতেই ঘটনাস্থলে যায়, শান্তিপুর থানার পুলিশ, পরবর্তীতে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। এরপর ব্যক্তির দেহর খোঁজে জলে তল্লাশি শুরু হয়। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি শারীরিক ভাবে একটু অসুস্থ ছিলেন, আর সেই কারণে জলে নেবে হয়তো জলের স্রোতে তলিয়ে গেছে। যদিও এই ঘটনায় এলাকায় সামরিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Related Articles