মাত্র ৩ বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম আসানসোলের ঋদ্ধিতার
Asansol's Riddhita entered the India Book of Records at the age of just 3 years

The Truth of Bengal: পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার মহিশীলা গ্রামের বাসিন্দা ছোট্ট ঋদ্ধিতা মাজি। বয়স মাত্র ৩ বছর ৩ মাস। অথচ তার স্মরণ শক্তি ও মনে রাখার ক্ষমতা এতটাই বেশি যে, অনলাইন পরীক্ষার মাধ্যমে সে তার নাম “ইন্ডিয়া বুক অফ রেকর্ডস” এ উঠিয়ে ফেললো।
ঋদ্ধিতা স্থানীয় একটি স্কুলের প্রি নার্সারি ক্লাসে পড়ে। তাকে সারা পৃথিবীর বিভিন্ন দেশের পতাকার নাম, বিভিন্ন দেশের রাজধানীর নাম, দেশের নানা পশু, পাখি, পতঙ্গের নাম সহ সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছিল অনলাইনে। এমনকি বেশ কিছু ইংরেজি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনও করতে বলা হয়েছিল ফল ও ফুলের নাম দিয়ে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর সে দিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে। এর পরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার নাম উঠেছে।
ঋদ্ধিতার বাবা মিলন মাঝি জানান, মেয়ের এই সাফল্যে তারা খুবই গর্বিত। তারা চান মেয়ে আগামী দিনে আরো বেশি জ্ঞান অর্জন করে গিনিজ বুক অফ রেকর্ডসে নাম তুলতে পারে।