২৫শে বৈশাখে রবীন্দ্রজয়ন্তী পালনে মাতল আসানসোল শহর
Asansol city in full swing to celebrate Rabindra Jayanti on 25th Baishakh

Truth Of Bengal: পশ্চিম বর্ধমানের আসানসোল শহর জুড়ে শুক্রবার ২৫শে বৈশাখ পালন করা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। সকাল থেকেই শহরের নানা প্রান্তে সাংস্কৃতিক আবহে মুখর হয়ে ওঠে রবীন্দ্রজয়ন্তীর উৎসব।
এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আসানসোল পুরনিগমের পক্ষ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই শোভাযাত্রা শুরু হয় পুরনিগম চত্বর থেকে এবং তা এসে শেষ হয় আসানসোল রবীন্দ্রভবনের সামনে। শোভাযাত্রার মধ্য দিয়ে শহরবাসীকে রবীন্দ্র-ভাবনার ছোঁয়া পৌঁছে দেওয়া হয়।
রবীন্দ্রভবনে কবিগুরুর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর সেখানে অনুষ্ঠিত হয় নৃত্য, গান ও কবিতাপাঠ সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু-কিশোরদের উপস্থাপনায় উঠে আসে রবীন্দ্রসংস্কৃতির নানা দিক।
এছাড়াও আসানসোল মহিলা উদ্যোগের পক্ষ থেকেও পালিত হয় কবিগুরুর জন্মজয়ন্তী। রবীন্দ্রভবনের সামনেই কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন সংস্থার সদস্যরা। উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম সদস্য সুদেষ্ণা ঘটক এবং বিশিষ্ট চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত।
সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সব মিলিয়ে আসানসোল শহরের প্রতিটি প্রান্তে রবীন্দ্রজয়ন্তী ছিল এক গাম্ভীর্যপূর্ণ অথচ প্রাণবন্ত সাংস্কৃতিক আবহে ভরা। এই ধরনের উদ্যোগ শুধুমাত্র রবীন্দ্রনাথের স্মরণ নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে তাঁর চিন্তা-চেতনা ও সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রয়াস।